ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে ভবন ধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
পোল্যান্ডে ভবন ধসে নিহত ৩ পোল্যান্ডে ভবন ধস, ছবি: সংগৃহীত

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট ধসে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ধসের ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা থাকতে পারেন বলে জানান তারা। ওই ভবনে নিবদ্ধিত ১৮ জন অবস্থান করছিলেন বলে জানানো হয়।

স্থানীয় ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, ভবনটির দুইটি ফ্লোর বিধ্বস্ত হয়েছে। গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ