ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে নাইট ক্লাবে অ্যাসিড হামলায় দগ্ধ ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
লন্ডনে নাইট ক্লাবে অ্যাসিড হামলায় দগ্ধ ১২

লন্ডনে একটি নাইট ক্লাবে অ্যাসিড হামলায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুই তরুণকে মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাকি দশজন অপেক্ষাকৃত কম দগ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের একটি বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব লন্ডনে ম্যাঙ্গল নামের নাইট ক্লাবে হঠাৎ করেই এই অ্যাসিড ছোঁড়া হয়, তবে কে তা ছুঁড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় ক্লাবটিতে ৬ শ’রও বেশি মানুষ ছিলেন।

সোমবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধরে নিচ্ছে না। হতে পারে ক্লাবের মধ্যে দুই গ্রুপের শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে, দাবি পুলিশের।  

বাংলাদেশ সময় ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ