ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অবস্থান। ইনসেটে হামলাকারী কোরি আলী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এটাকে ‘বর্ণবাদী’ হামলা বলে উল্লেখ করছে মার্কিন সংবাদমাধ্যম।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো এলাকায় নির্বিচারে গুলি ছুড়ে এক কৃষ্ণাঙ্গ ওই তিন শ্বেতাঙ্গকে হত্যা করে।

স্থানীয় পুলিশের প্রধান জেরি ডায়ার বলেছেন, মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে ১৬ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

হামলাকারী ব্যক্তির নাম কোরি আলী মুহাম্মদ। তাকে আটক করা হয়েছে।

ডায়ার বলেন, গুলি ছোড়ার সময় হামলাকারী জোরে জোরে আরবি ভাষায় ‘সৃষ্টিকর্তা মহান’ বলে চিৎকার করতে থাকে। এটা সন্ত্রাসী হামলা নয়, জাতিবিদ্বেষী হামলা।

গত সপ্তাহে ফ্রেসনো শহরের একটি মোটেলের বাইরে এক নিরাপত্তাকর্মীকে হত্যাকাণ্ডে কোরি আলীর বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ