ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেদের তৈরি বিমানবাহী রণতরী পানিতে ভাসালো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
নিজেদের তৈরি বিমানবাহী রণতরী পানিতে ভাসালো চীন নিজেদের তৈরি বিমানবাহী রণতরী পানিতে ভাসালো চীন

নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরী নামিয়েছে চীন। এতে দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ চীন সাগরে সৃষ্ট উদ্বেগের পালে নতুন করে হাওয়া লাগলো। 

বুধবার (২৬ এপ্রিল) রণতরীটি পানিতে ভাসানো হয়। তবে রণতরীটির এখনও কোনো নাম দেওয়া হয়নি।

এটি চীনের দ্বিতীয় রণতরী। এই রণতরীর নকশা করা হয়েছে চীনেই। উত্তর-পূর্বাঞ্চলের দালিয়ান শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে। ২০২০ সাল নাগাদ সামরিক বাহিনীতে রণতরীটি যোগ দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে।  

১৯৯৮ সালে চীনের প্রথম রণতরী লিয়াওনিং ইউক্রেন থেকে কেনা হয়। এরপর চীনে এর সংস্কারকাজ করা হয়।
 
২০১৩ সাল থেকে নতুন রণতরীটির কাজ শুরু হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ