ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে রেলিং ভেঙে ট্রাক খালে, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মে ৫, ২০১৭
উত্তর প্রদেশে রেলিং ভেঙে ট্রাক খালে, নিহত ১৪

ভারতের উত্তর প্রদেশে রেলিং ভেঙে একটি ট্রাক খালে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৪ মে) রাতে প্রদেশের ইথা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, ট্রাকটির চালক ঘুমিয়ে পড়েন।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি খালে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় একটি বিয়ের দাওয়াতে অংশ নেওয়া শেষে হতাহতরা আগ্রার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। আহতদের আগ্রা হাসপাতালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইথা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ