ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জেল ভেঙে শতাধিক কয়েদির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, মে ৫, ২০১৭
ইন্দোনেশিয়ায় জেল ভেঙে শতাধিক কয়েদির পলায়ন জেল ভেঙে শতাধিক কয়েদির পলায়ন

ইন্দোনেশিয়ার পশ্চিমে একটি জেল ভেঙে শতাধিক কয়েদির পলায়নের ঘটনা ঘটেছে। অন্তত ২শ’ কয়েদি পালানোর চেষ্টা করলেও এর মধ্যে ৮০ জনকে ফের আটক করেছে পুলিশ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার নামাজ পড়ার জন্য কয়েদিদের জেল থেকে বের হওয়ার সুযোগ দেন কারাগারের নিরাপত্তারক্ষী। এতে সুযোগ কাজে লাগিয়ে অন্তত দু’শ’ কয়েদি পালানোর চেষ্টা করেন।

তবে দ্রুতই ৮০ জনের মতো কয়েদিকে ধরে ফেলা হলেও বাকিরা এখনও পুলিশের নাগালের বাইরে।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, দু’শ’ কয়েদি জেল থেকে পালানোর চেষ্টা করলে ৭৭ জনকে ধরে ফেলা হয়। বাকিদের ধরতে বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়ে রেইড দেওয়া হচ্ছে।  

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ওই জেলের প্রধান দরজা এরিয়ে কয়েদিরা ‘পকেট’ দরজা ভেঙে ফেলতে উদ্যত হন, যা সুমাত্রা দ্বীপের দিকে চলে গেছে। একপর্যায়ে তারা পাশের তারের বেড়া ভেঙে পালিয়ে ‍যায়।

জানা যায়, ৩শ’ কয়েদি ধারণক্ষমতার কারাগারটিতে কয়েদি রয়েছে অন্তত ১৮শ’। যেখানে তাদের নজরে রাখতে নিরাপত্তাকর্মীর সংখ্যা মাত্র ৫ জন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।