ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিক্ষার্থীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ৬, ২০১৭
শিক্ষার্থীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩৫

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জনই শিক্ষার্থী।

দেশটির আরুশ রাজ্যের পুলিশ কমান্ডার চার্লস কুমবো জানান, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাসটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বহন করছিলো। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

নিহত অপর ৩ জনের দুইজন শিক্ষক ও একজন বাসের চালক বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিহতদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ