ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে একদিনে ৩০০০ শরণার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ৭, ২০১৭
ভূমধ্যসাগরে একদিনে ৩০০০ শরণার্থী উদ্ধার নিরাপদ আশ্রয়ের খোঁজে ইউরোপ অভিমুখে ছুটছে উত্তর আফ্রিকানরা

ভূমধ্যসাগরে মাত্র একদিনে তিন হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে যাচ্ছিল।

শনিবার (৬ মে) ২০টিরও বেশি অভিযানে এই শরণার্থীদের উদ্ধার করে ইউরোপের বিভিন্ন বাহিনী। এই বাহিনীর মধ্যে ছিল ইতালির কোস্টগার্ড, নৌবাহিনী, ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্যসাগরীয় মিশন ইউনাভফর, ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স, বিভিন্ন এনজিও ও বাণিজ্যিক জাহাজ।

তবে উদ্ধার শরণার্থীদের জাতীয়তা জানায়নি কেউ। ক’দিন আগে ইউরোপগামী শরণার্থীদের মধ্যে অনেক বাংলাদেশি থাকার কথা বলা হলেও উদ্ধার এই দলে এমন কেউ ছিল কিনা তাও জানানো হয়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র তথ্যমতে, চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত ৪৩ হাজার ৪৯০ জন অভিবাসী বা শরণার্থী সাগরপথে ইউরোপে পাড়ি জমিয়েছেন। এই অবৈধ পথে ইউরোপ পাড়ি জমা দেওয়ার সময় হাজারোধিক মানুষের সলিল সমাধি হয়েছে অথবা তার‍া নিখোঁজ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ