ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে ১৮ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
চীনের কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে ১৮ জনের মৃত্যু চীনের কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে ১৮ জনের মৃত্যু

চীনের একটি কয়লা খনিতে বিষাক্ত গ্যাস নির্গমনে ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ মে) দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। দেশটির হুনান প্রদেশে রোববার এ ঘটনা ঘটে।

অতিরিক্ত গ্যাস নির্গমনের ফলে মৃত্যু ছাড়াও সেখানে কর্মরত ৩৭ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও ২০১৭ সালে কয়লার ব্যবহার প্রায় ৩০ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করেছে বেইজিং। বায়ুদূষণের সঙ্গে লড়াইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, জানান বেইজিং মেয়র। তবে শীতকালীন চাহিদা মেটানো এবং কয়লার বাড়তি দাম হ্রাসের জন্য খনিগুলোতে উৎপাদন থেমে নেই।

দেশটির শিল্প কারখানাগুলোতে প্রায়ই এমন বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ