ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে জোড়া বিস্ফোরণ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মে ৯, ২০১৭
থাইল্যান্ডে জোড়া বিস্ফোরণ, আহত ১০ থাইল্যান্ডে জোড়া বিস্ফোরণ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর পাত্তানিতে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণে একটি ডিপার্টমেন্টাল স্টোরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম ২০ জন আহতের খবর বলছে।

বিস্ফোরণের পর ওই এলাকায় থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

এলাকাটি পর্যটকদের কাছে জনপ্রিয়।

সংবাদমাধ্যম জানায়, স্টোরের ভেতরে প্রথম একটি বোমা বিস্ফোরণ হয়। এরপর বাইরে গাড়ি পার্কিং এলাকায় আরেকটি বোমা বিস্ফোরিত হয়। যা গাড়ি বোমা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়নি আহতদের পরিচয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ