ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে পড়লো এয়ার ইন্ডিয়ার প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
রানওয়ে থেকে ছিটকে পড়লো এয়ার ইন্ডিয়ার প্লেন এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাকবলিত প্লেন

ঢাকা: বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। পুনে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় সংস্থাটির এআই৮৬৪ ফ্লাইট। প্লেনটি নয়াদিল্লি থেকে পুনে ফিরছিলো।

শুক্রবার (১২ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

পুনে এয়ারপোর্টের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফ্লাইটে ১৫২ জন যাত্রী ছিলো।

দুর্ঘটনার পর প্লেনের জরুরি বের হওয়ার দরজা খুলে দিলে যাত্রীরা নিরাপদে বের হন। পরে রানওয়ে ছাড়িয়ে চলে যাওয়া প্লেনটি পিছিয়ে রানওয়েতে এসে পার্কিং জোনে যেতে সক্ষম হয়।

ঘটনার পর অন্তত ১০টি যাত্রীবাহী প্লেন ওঠানামায় ব্যাঘাত ঘটে। স্বাভাবিক হতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুনে মহারাষ্ট্রের বড় এয়ারপোর্টের একটি। প্রতিদিন ১৫০টি প্লেন ওঠা-নামা করে। চারটি আন্তর্জাতিক ফ্লাইটও এখান থেকে পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ