ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় মাতৃমৃত্যু বাড়ায় স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ১২, ২০১৭
ভেনিজুয়েলায় মাতৃমৃত্যু বাড়ায় স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত ভেনিজুয়েলায় মাতৃমৃত্যুর হার বাড়ায় স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত

ঢাকা: ভেনিজুয়েলায় প্রথমবারের মতো সরকারি স্বাস্থ্য রিপোর্ট প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টোনিয়েটা ক্যাপোরেলকে বরখাস্ত করা হয়েছে। রিপোর্টে শিশু ও মাতৃমৃত্যুর হার অস্বাভাবিক হারে বাড়তে থাকায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস ম্যাডিরো দেখে এ সিদ্ধান্ত নেন।

ভাইস প্রেসিডেন্ট ট্যারেক এল আইসামি বৃহস্পতিবার রাতে ট্যুইটারে জানান, ক্যাপোরেলের স্থলাভিষিক্ত হয়েছেন ফার্মাসিস্ট লুইস লোপেজ।

সম্প্রতি প্রকাশ হওয়া স্বাস্থ্য রিপোর্টে বলা হয়, ২০১৬ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার, যা আগের বছরের তুলনায় ৭৬ শতাংশ বেশি।

মাতৃত্বকালীন মৃত্যুহার বেড়েছে ৬৬ শতাংশ। আর শিশুমৃত্যুর হার ৩০ শতাংশ।

সবশেষ দু’বছরের রিপোর্ট দেখে এটা স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা উল্লেখ করে বরখাস্ত করেন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ