ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ২৪

ঢাকা: তুরস্কে একটি ‍বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

শনিবার ( ১৩ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুর্কি সাগরের উপকূলে মারমারিস অঞ্চলে বাসটি একটি খাড়া ঢাল বেয়ে ওঠার সময় উল্টে যায়।

ওই এলাকাটি মুগদা প্রদেশের অন্তর্ভূক্ত।

সেখানকার গভর্নর আমির সিসিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাস দুর্ঘটায় নিহতের মধ্যে অধিকাংশ ‍যাত্রীই ছিল নারী ও শিশু। বাসটি ১৫ ফুট নিচে ভিন্ন একটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এ সময় ওই গাড়িতে থাকা তিন যাত্রীও ঘটনাস্থলে প্রাণ হারান।

ব্রেক ফেল করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
কেজেড/এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ