ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে জনতার ওপর গাড়ি, নিহত ১ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
নিউইয়র্কে জনতার ওপর গাড়ি, নিহত ১ আহত ১০ ...

নিউইয়র্কের টাইমস স্কয়‍ারে সাইড ওয়াকের ওপর উঠিয়ে দেওয়া একটি প্রাইভেট কারের চাপায় অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।  নিহতের সংখ্যা বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। 

নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে ম্যানহাটনের ব্যস্ত সড়ক সেভনথ এভিনিউতে উল্টো পথে গাড়িটি চালিয়ে আসছিলেন এর চালক। হঠাৎ করেই সেটি সাইড ওয়াকের ওপর উঠে যায়।

এতে এক ডজনের বেশি মানুষ আহত হয়।  

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্ট্রেচারে করে অন্তত সাত জনকে নিয়ে যাওয়া হয়, যাদের অবস্থা আশঙ্কাজনক হতে পারে।  

পুলিশ গাঢ় লাল-কালচে রঙের গাড়িটি জব্দ করে। একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি হতে পারে গাড়িটির চালক।   

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ