ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিজাব নিষিদ্ধ হলো অস্ট্রিয়ায়!

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
হিজাব নিষিদ্ধ হলো অস্ট্রিয়ায়!

হিজাব নিষিদ্ধ হলো অস্ট্রিয়ায়। মুখ ঢেকে প্রকাশ্যে আর কোনও নারী ঘুরতে পারবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ মে) অস্ট্রিয়ার সংসদে এ সংক্রান্ত  একটি বিল পাস করা হয়।  

খবরে বলা হয়েছে, সংসদে পাস করা এই নিয়ম কেউ ভাঙলে ১৫০ ইউরো জরিমানা গুণতে হবে।

তবে তা এখনই নয়। সবাইকে সতর্ক করা হলো। নিয়মটি চালু হবে আগামী অক্টোবর থেকে।  

বিষয়টিতে উদ্বেগের প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটিতে অবস্থানরত মুসলিমরা। সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ফরিদ হাফেজকে উদ্ধৃত করে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম এভাবেই খবরটি জানিয়েছে। ওই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, এমন কিছু একটা হবে তার ইঙ্গিত সরকার গত জানুয়ারিতেই দিয়েছিলো। এবার তা চূড়ান্ত হল।

বাংলাদেশ সময় ১৫০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ