ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৪ বছরে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা, প্রাণহানি বেড়ে ১২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
১৪ বছরে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা, প্রাণহানি বেড়ে ১২২ শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি

গত ১৪ বছরের ইতিহাসে বন্যায় সবচেয়ে ভয়াবহ সময় পার করছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। টানা মৌসুমী বর্ষণে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় এলাকায় নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত তিনদিনে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির সংখ্যা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১২২ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯০ জন।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজার ঘরবাড়ি। গৃহহীন হয়েছেন ৫ লাখের বেশি মানুষ।

ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ১৫-১৮ বছর পর আমরা এতো পানির মধ্যে পড়েছি। এতে আমরা অসহায় হয়ে পড়েছি। বন্যার পানি ঘরের চালাও ভাসিয়ে নিয়েছে।  

এদিকে বর্ষণে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় নদী এলাকার মানুষদেরকে নিরাপদে সরে আসতে বলেছে কর্তৃপক্ষ। ভারতীয় একটি মেডিকেল টিম রাজধানী কলম্বো পৌঁছে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চালাচ্ছে।
বন্যার পর শুরু হয়েছে ভূমিধ্বস
হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে দেশটির সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে নৌকা পৌঁছে না এমন অনেক স্থানে বহু মানুষ আটকে থাকার খবর জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ভারতীয় একটি জাহাজ প্রয়োজনীয় ওষুধ নিয়ে শনিবার কলম্বো পৌঁছালেও তা একেবারেই অপ্রতুল। তাই আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। সোমবার নাগাদ আরেকটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।  

এর আগে ২০০৩ সালে দেশটিতে বন্যায় কমপক্ষে ২৫০ জনের প্রাণহানি হয়েছিলো। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিলো ১০ হাজার ঘরবাড়ি। এছাড়া গত মে মাসে ভয়াবহ ভূমিধ্বসে দেশটিতে কমপক্ষে একশ’ মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ