ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ২৮, ২০১৭
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, সন্দেহভাজন আটক সন্দেহভাজন বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শান্তিরক্ষায় নিয়োজিত একজন শেরিফ রয়েছেন। এ ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৭ মে) রাতে মিসিসিপির প্রত্যন্ত লিংকন কাউন্টিতে পৃথক তিনটি বাড়িতে এ ঘটনা ঘটে।  

রোববার (২৮ মে) পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন বলেন, ঘটনার দু’টি বাড়ি ব্রোকহ্যাভেনে এবং একটি বাড়ি বগ চিতো এলাকায়। বাড়িগুলো মিসিসিপির রাজধানী জ্যাকসন থেকে ৬৮ কিলোমিটার দক্ষিণে।

তদন্তকারী কর্মকর্তারা ঘটনার বিশদ তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন বলেও ‍জানান স্ট্রেইন।  

আটক ব্যক্তির বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি। এছাড়া তিনি তাদের পূর্ব পরিচিত কিনা সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ