ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্ট, হচ্ছে জোট সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জুন ৯, ২০১৭
ব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্ট, হচ্ছে জোট সরকার জেরেমি করবিন ও টেরিজা মে, (ফাইল ছবি)

যুক্তরাজ্য সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলো না প্রধানমন্ত্রী টেরিজা মের কনজারভেটিভ পার্টি। অবশ্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতায় নেই। কনজারভেটিভরা পেয়েছে ৩১৮টি আসন। তার নিকটতম দল জেরেমি করবিনের লেবার পার্টির আসন ২৬১।

এতে একটি ঝুলন্ত পার্লামেন্ট পেলো ব্রিটেন। ফলে হতে যাচ্ছে জোট বা মিলিজুলি সরকার।

শুধু তাই নয়, ব্রেক্সিট আলোচনার ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেলো।

শুক্রবার (০৯ জুন) দুপুরে নির্বাচনের ফলাফলে আরও দেখা গেছে, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ৩৫, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৩, ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ১০ এবং অন্যান্য দল পেয়েছে ১৩টি আসন।

স্বাভাবিকভাবেই এখন জোট তৈরি করে গঠন করতে হবে সরকার। কারণ কোনো দল একক হতে গেলে লাগতো ৩২৬টি আসন। প্রধানমন্ত্রী টেরিজা মে যে ‘স্থিতিশীলতা’ চান তা রক্ষায় ছোট কোনো সমমনা দলের সঙ্গে এক হয়ে সরকার গঠনের দিকে যাবে কনজারভেটিভ পার্টি- আভাস মিলছে এমনই।
ভোটের ফল
বৃহস্পতিবার (০৮ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টার পর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ নিবন্ধিত ভোটার। ওয়েস্টমিনস্টার সংসদ হাউস অব কমন্সে ৬৫০ আসনে এমপি নির্বাচিত হয়েছেন। যার মধ্যে আছেন তিনজন বাঙালি কন্যাও।

এদিকে মেয়াদ শেষ না হতেই আগাম নির্বাচনের ডাক দেওয়ায় টেরিজা মের কনজারভেটিভ পার্টির মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন লেবারদের সঙ্গে একশ আসনের যে ব্যবধান রেখে গিয়েছিলেন, টেরিজা তা অর্ধেকে নামিয়ে আনলেন। সরকারে না যেতে পারলেও প্রত্যাশার চেয়ে বেশ ভালো করেছে তারা।

অনেক বিশ্লেষকরাই বলছেন, যে জনপ্রিয়তা যাচাই করতে তিনি ভোট ডাকেন, তাতে তার পরাজয় হলো।

আগের চেয়ে জনপ্রিয়তা কমায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মেকে পদত্যাগের আহ্বান জানিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, সরকার গঠনের স্বার্থে টেরিজাকে এখনই সরে আসা উচিত। কারণ নতুন সরকারকে হতে হবে দেশের মানুষের সত্যিকারের প্রতিনিধিত্বকারী। মানুষ সে জন্যই ভোট দিয়েছেন।

আরও পড়ুন
যুক্তরাজ্যের নির্বাচনে ‘ভূমিকম্প’, অন্ধকারে টেরিজা
আবারও বিপুল ভোটে জিতলেন টিউলিপ সিদ্দিক
৩৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী রুশনারা
দ্বিতীয় বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে রূপা হক
তিন কন্যার জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জেরেমি করবিন, ব্রিটেনের নতুন ধারার রাজনীতির পথিকৃৎ
** এগিয়েও বিপাকে টেরিজার কনজারভেটিভ পার্টি
**  আসছে ফলাফল, জমেছে লড়াই
** ব্রিটেনের নির্বাচনে তেরিজাকে পেছনে ফেলছেন জেরেমি
** টেরিজা নাকি করবিন, কে আসছেন যুক্তরাজ্যের নেতৃত্বে

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ