ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাতার সংকটকে আরবদের ‘ফ্যামিলি ইস্যু’ বললো ইউএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
কাতার সংকটকে আরবদের ‘ফ্যামিলি ইস্যু’ বললো ইউএস ছবি: প্রতীকী

ঢাকা: কাতারের সঙ্গে এর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর (আরব) মধ্যে চলমান সংকটকে ‘ফ্যামিলি ইস্যু’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।  

হোয়াইট হাউজ প্রেস মুখপাত্র শন স্পিসার ওয়াশিংটনে এক অফ-ক্যামেরা ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

অবরোধের মুখে একঘরে হয়ে পড়া কাতারকে সংকট সমাধানে শুক্রবার (২৩ জুন) ১৩টি শর্ত বেধে দিয়েছে অবরোধ আরোপকারী চার আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন।

এ শর্তগুলো পূরণে তাদের দশ দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে।  
শর্তগুলোর মধ্যে প্রধান তিনটি হলো- কাতারকে তাদের সংবাদমাধ্যম আল-জাজিরা বন্ধ করতে হবে; রিয়াদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরানের সঙ্গে দহরম-মহরম সম্পর্ক কমিয়ে আনতে হবে এবং তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে।

আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট সম্পর্ক থাকলেও তারা এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ