ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বন্যায় নিহত ৩৪, নিখোঁজ ৯৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
চীনে বন্যায় নিহত ৩৪, নিখোঁজ ৯৩ বন্যায় চীনে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে- ছবি- সংগৃহীত

চীনে বন্যায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এছাড়া প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ রয়েছেন ৯৩ জন।

প্রাকৃতিক এসব দুর্যোগের কারণে প্রায় সাড়ে ৪ লাখ লোককে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের অনুসন্ধানে ৩ হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।

 

স্থানীয় সময় শনিবার (২৪ জুন) সকালে মাওজিয়ান কাউন্টির জিনমো গ্রামে ভয়াবহ ওই ভূমিধসের ঘটনায় শতাধিক প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভূমিধসে ওই গ্রামের প্রায় ১৬শ’ মিটার সড়ক বন্ধ হয়ে যায়।

বন্যায় নিহতদের মধ্যে অন্তত ১০ জন জিনমো গ্রামের। এছাড়া জিয়নজি, গুইজু, হুনান, ইউনান ও আনহুই প্রদেশে অারো ২২ জনের প্রাণহানি হয়েছে। প্রবল বর্ষণে এসব প্রদেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

টানা বৃষ্টিতে চীনের অন্তত ১৪টি নদীর পানি উপচে এ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ