ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে বোমা হামলায় নিহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
দামেস্কে বোমা হামলায় নিহত ৮ দামেস্কে বোমা হামলায় নিহত ৮

সিরিয়ার রাজধানী দামেস্কে দুটি গাড়ি বোমা ও একটি আত্মঘাতী হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু লোক।

দামেস্কের পৃথক এলাকায় রোববার (২ জুলাই) এ হামলার কথা জানা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সানা।

তারা জানায়, এক সন্দেহভাজনকে আইন-শৃঙ্খলা বাহিনী চ্যালেঞ্জ করলে সে তার দেহে বাঁধা ভেস্টের বিস্ফোরণ ঘটায়।

দামেস্কের বিমানবন্দরের কাছের একটি সড়কে একটি এবং তাহরির স্কয়ারে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। তিনটি হামলায় অন্তত আট জন নিহত ও অর্ধশত লোক আহত হয়।

হামলার পর ওইসব এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ