ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাদার তেরেসার শাড়ির স্বত্ব পেলো তার প্রতিষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
মাদার তেরেসার শাড়ির স্বত্ব পেলো তার প্রতিষ্ঠান শিশুকে কোলে নিয়ে মাদার তেরেসা

মাদার তেরেসার ব্যবহৃত নীল পাড় সাদা রঙের সেই শাড়ির স্বত্ব পেলো তারই প্রতিষ্ঠিত সংস্থা মিশনারিজ অব চ্যারিটি।

ভারতের কলকাতায় অবস্থিত ওই সংস্থার পক্ষে এ তথ্য নিশ্চিত করেন আইনজীবী বিশ্বজিৎ সরকার।  

তিনি বলেন, ওই শাড়ি এখন থেকে মিশনারিজ অব চ্যারিটির প্রতীক হিসেবে গণ্য হবে।


ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন মেনে ওই স্বত্ব বা পেটেন্ট নেওয়া হয়েছে।  

ভারতে এই প্রথম কোনো প্রতিষ্ঠান পোশাকের পেটেন্ট নিলো বলে দাবি করেন বিশ্বজিৎ সরকার।

সারাবিশ্বে গরিব, অসহায়, অসুস্থদের জন্য কাজ করে এই প্রতিষ্ঠান। যে বিশেষ নকশার নীল পাড়ে সাদা শাড়ি মাদার পরতেন তার অনুসারী সন্ন্যাসিরাও সেটি ব্যবহার করেন। বিশ্বজিৎ সরকারের মত, মিশনারিজ অব চ্যারিটির এই পেটেন্ট পাওয়ায় এই শাড়ির অপব্যবহার করার সুযোগ বন্ধ হলো।

এদিকে ২০১৬ সালে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস এক বিশেষ অনুষ্ঠানে মাদার তেরেসাকে সন্ত (সেইন্ট) ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ২৬টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। মাদারের কর্মকাণ্ড যে কলকাতায় সেই শহর থেকে মিশনারিজ অব চ্যারিটির মাদার সুপিরিয়র সিস্টার প্রেমার নেতৃত্বে ৫০ জন সন্ন্যাসিনীও তাতে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ