ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ২৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ২৮ মেক্সিকোর কারাগারে সংঘর্ষ

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই কয়েদি।

দেশটির গুয়েরো রাজ্যের কারাগারে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ জুলাই) এ ঘটনা ঘটে। এর নিরাপত্তার দায়িত্বে থাকা রবার্তো আলভারেজ বলেন, কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে মারামারিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

বর্তমানে রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজনের শিরশ্ছেদ করা হয়।

গত বছর দেশটির উত্তরে মন্টেরে শহরের টপো চিকো কারাগারে এক রক্তক্ষয়ী দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন বন্দি নিহত হন। সেখানেও দুই দল বন্দির মধ্যকার দ্বন্দ্ব এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। প্রায় দেশটিতে এমন ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ