ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোবাইল মডেলে ট্রাম্প-পুতিন ‘মানিকজোড়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
মোবাইল মডেলে ট্রাম্প-পুতিন ‘মানিকজোড়’ মোবাইল মডেলে ট্রাম্প-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‍আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্যুতে সরগরম আন্তর্জাতিক পাড়া। প্রথমবারের মতো জার্মানিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দেখাও করেছেন এ দুই নেতা। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, দ্বিপাক্ষিক সর্ম্পকের অতীত টানাপোড়েন, ট্রাম্প-পুতিনের একে অপরের মাখামাখিসহ নানা ইস্যুতে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ হিসেবে সবার দৃষ্টি কেড়েছে। রাজনীতির এ উত্তাপ শুধু আলোচনার টেবিল, কাগজপত্র বা কিবোর্ডে নয় এবার তার ছোঁয়া লেগেছে মোবাইল ফোনের মডেলেও! 

রাশিয়ান কোম্পানি কেবিয়ার জনপ্রিয় নকিয়া-৩৩১০ মডেলের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে।

যাতে ট্রাম্প-পুতিনের মুখচ্ছবি বসানো হয়েছে। যার মাধ্যমে ট্রাম্প-পুতিন ‘মানিকজোড়’ নতুন রুপ লাভ করেছে।  

নকিয়ার এ মডেলটিতে এর আগে শুধু পুতিনের মুখচ্ছবি ছিলো। এবার তাতে ট্রাম্পের ছবি জুড়ে দেওয়া হলো। মডেলটি কিনতে হলে আপনাকে ব্যয় করতে হবে ২,৪৬৪ ডলার (৮১.১১ ‍টাকা)।  

প্রযুক্তি সংবাদমাধ্যম ম্যাশঅ্যাবল এক প্রতিবেদনে জানিয়েছে, মোবাইলের মধ্যে দুই নেতার মুখচ্ছবি পাশাপাশি বসানো হয়েছে। এর মাধ্যমে এ দুই নেতার শক্ত বন্ধনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।

ট্রাম্প-পুতিন বন্ধুত্বের মতোই নকিয়া-৩৩১০ মডেলটি দৃঢ়, শক্ত ও দীর্ঘস্থায়ী। মোবাইলটি টাইটেনিয়াম কাভারে তৈরি, যার মধ্যে দামেস্কের স্টিল ও স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ০৭,২০১৭
জিওয়াই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ