ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাতার সংকট: কুয়েত যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
কাতার সংকট: কুয়েত যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের সফর কি সুবাতাস আনবে উপসাগরে?

কাতার ও আরব দেশগুলোর মধ্যকার চলমান সংকট নিয়ে কথা বলতে কুয়েত যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এই সংকট নিরসনে দূতিয়ালির ভূমিকায় রয়েছে কুয়েত। তাদের প্রচেষ্টা জোরদার করতেই টিলারসন সেখানে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েত সফরকালে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে চলমান উপসাগরীয় সংকট নিয়ে কথা বলবেন টিলারসন।

সংবাদ মাধ্যমগুলো বলছে, আরব অঞ্চলে টিলারসনের এই সফর প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান সংকট নিরসনের আশাবাদ জোরদার করেছে।

 

সন্ত্রাসবাদে মদত ও আঞ্চলিক অস্থিরতা তৈরির অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তারা স্থল, নৌ ও আকাশপথে অবরোধ আরোপের ফলে একঘরে হয়ে পড়েছে কাতার। তারপরও দোহা বরাবরই আরবদের  অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।  

অবরোধ প্রত্যাহারের জন্য ২২ জুন কাতারের ওপর ১৩ দফা শর্তারোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। কিন্তু অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে শর্তগুলোকে প্রত্যাখ্যান করে দোহা।  

তাদের প্রত্যাখ্যানের মুখে সৌদি জোট আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি দিলে পরিস্থিতি জটিলতর রূপ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ