ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
ইসরায়েলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরে অ্যাকশনে ইসরায়েলি বাহিনী

ঢাকা: ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে দেশটির অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। আক্রান্ত হওয়ার অভিযোগ করে ওই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার (১২ জুলাই) সকালে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় এ হত্যাকাণ্ড ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানকারীরা আক্রান্ত হওয়ার দাবি করলেও তাদের হতাহতের কোনো খবর মেলেনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সন্দেহভাজনদের খোঁজে ইসরায়েলি সেনারা প্রায়ই জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায়। ‍বুধবারও এমন অভিযানকালে তাদের গুলিতে দু’জন নিহত হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, জেনিনে অভিযান চলার সময় তাদের ওপর হামলা চালায় বন্দুকধারী ফিলিস্তিনিরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে সেনারা।

আর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত এবং আরেকজন আহত হয়েছে।  

শরণার্থীরাও ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবির পক্ষে বলছেন, সেনাদের ওপর কোনো গুলি করা হয়নি। তারা অভিযান চালানোর সময় পাথর ছোড়া হয়েছিল। নিহতদের একজন ছিল অভিযান পরিচালক বাহিনীর পেছনে মোটরসাইকেলে। তাকে গুলি করলে সে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ