ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ভবনে আগুন, বাংলাদেশিসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
সৌদি আরবে ভবনে আগুন, বাংলাদেশিসহ নিহত ১১

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ ১১ জন শ্রমিক নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

নিহতদের মধ্যে কয়েকজন ভারতীয়ও রয়েছেন। এ ঘটনায় আরো ৬ শ্রমিক আহত হয়েছেন।

তবে এর মধ্যে কতজন বাংলাদেশি সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সিভিল ডিফেন্স কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (১২ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান অগ্নিকাণ্ড কবলিত ভবনটির কোনো জানালা নেই। ধোঁয়ায় দম বন্ধ হয়েই মূলত তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ভবনটির বাসিন্দারা সবাই বাংলাদেশি ও ভারতীয় নাগরিক বলে জানা গেছে।  

প্রাথমিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পাওয়া যায়নি কর্তৃপক্ষের কোনো বক্তব্য।

সৌদি সরকারের ২০১৫ সালের সবশেষ পরিসংখ্যানে জানা যায়, দেশটিতে কর্মরত ৯ লাখ বিদেশি শ্রমিকের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭/আপডেট: ২০১২ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ