ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৫ হাজার অস্থায়ী শ্রমিক ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
১৫ হাজার অস্থায়ী শ্রমিক ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র 

ঢাকা: ১৫ হাজার অস্থায়ী শ্রমিক ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। কর্মচারীদের অভাবে ব্যাপক ক্ষতির সঙ্কায় রয়েছে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এজন্য এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

সোমবার (১৭ জুলাই) দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি ও শ্রম বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার অ্যাকোস্টার দেওয়া এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, কৃষিভিত্তিক কাজ ব্যাতীত অন্যান্য যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে মৌসুমী শ্রমিকদের ভিসা দেওয়া হবে।

ব্যবসায় সরকার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমএএম/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ