ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ার চার্চে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
নাইজেরিয়ার চার্চে বন্দুকধারীর গুলিতে নিহত ১২ সেন্ট ফিলিপ ক্যাথলিক চার্চ

দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার একটি চার্চে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আহত আছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেন্ট ফিলিপ ক্যাথলিক নামে ওই চার্চে রোববার (০৬ আগস্ট) হামলা হয়। পুলিশ জানায়, দুইজন বন্দুকধারী ছিলেন, তারা ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি করেন।  

এখন পর্যন্ত ঘটনার দায় কোনো পক্ষ স্বীকার করেনি তবে পুলিশের একটি সূত্র বলছে জঙ্গি সংগঠন বোকো হারাম এটি করে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ