ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৬৪ বছরের রেকর্ড ৭ মাসে ভাঙলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
৬৪ বছরের রেকর্ড ৭ মাসে ভাঙলেন ট্রাম্প! প্রেস কনফারেন্সের পরিসংখ্যান- সংগৃহীত

ক্ষমতায় আসার পর গত ৭ মাসে একটি মাত্র একক প্রেস কনফারেন্স আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মাধ্যমে ৬৪ বছরের রেকর্ড ভেঙেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের বর্তমান এ প্রেসিডেন্ট।

দেশটির ৩৪তম প্রেসিডেন্ট ডুয়েট আইজেনহাওয়ারের পর সব প্রেসিডেন্টই তার মেয়াদে কমবেশি প্রেস কনফারেন্সের আয়োজন করেন।  

কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর প্রথম ২০০ দিনে মাত্র একটি একক প্রেস কনফারেন্সের আয়োজন করেন ট্রাম্প।

যেখানে ক্ষমতার মেয়াদে একই সময়ে তার উত্তরসুরীদের মধ্যে লিন্ডন জনসন (৩৬তম) ১৯টি ও জর্জ এইচ ডব্লিউ বুশ (৪১তম) ১৮টি একক প্রেস কনফারেন্সে অংশ নেন।

ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেস কনফারেন্সটি করেন ১৬ ফেব্রুয়ারি, যা ছিলো ক্ষমতা গ্রহণের এক মাসেরও কম সময়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ