ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩, আহত ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
চীনে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩, আহত ১৭৫ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি সড়কের বেহাল দশা- সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এতে শেষ খবর পর্যন্ত আহত হয়েছেন ১৭৫ জন।

দেশটির প্রাদেশিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, পর্যটক জনপ্রিয় জিওজাইগো কাউন্টিতে ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।  

মঙ্গলবার (০৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ২০ কিলোমিটার।

আর উৎপত্তিস্থল প্রাদেশিক রাজধানী চেংডু থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে।

প্রাথমিক ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা ধস ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। শক্তিশালী ওই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করেন। তবে কয়েকঘণ্টা বাদেই প্রাণহানির খবর আসতে শুরু করে।  

চীনের বার্তা সংস্থা সিনহুয়া প্রাথমিক ভূমিকম্পে ৫ জনের প্রাণহানির খবর জানায়। এরপর ৯ থেকে দ্রুতই তা ১৩ জনে পৌঁছেছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যা। ভূমিকম্পের পর চেংডু ও এর আশপাশের শহরের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।  

সামাজিক মাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সচিত্র প্রতিবেদন ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কোনো কোনো এলাকায় সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হচ্ছে।  

চলতি বছরের মে মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের কাশগড়ে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে আটজন নিহত হন।

এছাড়া ২০০৮ সালে যে স্থানে আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল সেখান থেকে মঙ্গলবারের আঘাত হানা স্থানটি বেশি দূরে নয়। ওই ভূমিকম্পে প্রায় ৮৭ হাজার মানুষ নিহত হন।

চীনে ভূমিকম্পে নিহত ৫

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ