ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন ব্রিটিশ বর্ষিয়ান উপস্থাপক স্যার ফোরসাইথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
চলে গেলেন ব্রিটিশ বর্ষিয়ান উপস্থাপক স্যার ফোরসাইথ স্যার ব্রুস ফোরসাইথ

বহু জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক ব্রিটেনের বর্ষিয়ান গণমাধ্যম ব্যক্তিত্ব স্যার ব্রুস ফোরসাইথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

শুক্রবার (১৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফোরসাইথ। তার পরিবারের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ব্রিটেনের ইতিহাসের জনপ্রিয় টেলিভিশন শো বিবিসির ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’ এর উপস্থাপক ফোরসাইথ বেশ ক’বছর ধরেই অসুস্থতায় ভুগছিলেন। তিনি অসুস্থতাজনিত কারণে চলতি বছরের শুরুতেও হাসপাতালে ভর্তি হন।

মাত্র ১৪ বছর বয়সে উপস্থাপনা শুরু করার পর ফোরসাইথ একে একে ‘জেনারেশন গেম’, ‘প্লে ইওর কার্ডস রাইট’ ও ‘প্রাইস ইজ রাইট’র মতো জনপ্রিয় শো গুলোর উপস্থাপনা করেন। এক পর্যায়ে হয়ে ওঠেন ব্রিটেনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া উপস্থাপক।

তার মৃত্যুতে ব্রিটিশ মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ