ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ স্টিভ ব্যানন বহিষ্কার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ট্রাম্পের ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ স্টিভ ব্যানন বহিষ্কার 

ঢাকা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন বহিষ্কার  হয়েছেন।

শুক্রবারই (১৮ আগষ্ট) হোয়াইট হাউজে এই শীর্ষ কর্মকর্তার শেষ কর্মদিবস ছিল বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রেসসচিব সারাহাকাবি স্যান্ডার্স।  

ব্যাননের অবস্থান নিয়ে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির পর্যালোচনার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম বলছে, ব্যানন তার প্রতিদ্বন্দ্বী উপদেষ্টাদের এবং ট্রাম্প পরিবারের বিরুদ্ধে ওয়েস্ট উইংয়ের প্রভাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  

স্টিভ ব্যানন একজন ডানপন্থি জাতীয়তাবাদী এবং Breitbart.com  এর প্রাক্তন প্রধান। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ বার্তা আকারে ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। তিনি অ্যান্টি-সেমেটিক গোঁড়া বর্ণবাদী বলে সমালোকদের কাছে নিন্দিত ছিলেন।

বাংলাদেশ সময় ১২১৫ এএম ঘণ্টা, আগষ্ট,১৯ 
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ