ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বার্সেলোনায় হামলার ‘মূলহোতা’ মুসা ওকাবির নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
বার্সেলোনায় হামলার ‘মূলহোতা’ মুসা ওকাবির নিহত মুসা ওকাবির

বার্সেলোনায় হামলার মূল সন্দেহভাজন মুসা ওকাবির নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্পেনের পুলিশ।

দেশটির বার্সেলোনার জনপ্রিয় পর্যটন এলাকা লাস রামব্লাসে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করা হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।

বার্সেলোনায় হামলার কয়েক ঘণ্টা পর দেশটির উপকূলীয় শহর ক্যামব্রিলসে একই কায়দায় আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আহত হন সাতজন।

ক্যামিব্রিলসে হামলাকারীদের সঙ্গে বার্সেলোনায় হামলাকারীদের যোগসূত্র ছিল বলে জানিয়েছিলো পুলিশ। ক্যামিব্রিলসে হামলার সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। ক্যামব্রিলসে পুলিশের গুলিতে নিহত ওই পাঁজনের একজন মুসা ওকাবির।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, আগষ্ট, ১৯ 
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।