ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৫শ, ২ হাজারের পর ভারতে নতুন ৫০ রুপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
৫শ, ২ হাজারের পর ভারতে নতুন ৫০ রুপি নতুন ৫০ রুপির নোট

কিছুদিনের মধ্যেই নতুন ৫০ রুপির নোট বাজারে আনতে যাচ্ছে ভারত। মোদি সরকারের আমলে ৫০০ ও ২০০০ রুপির পর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এই নোট আনছে।

আরবিআই গত বছরেই ঘোষণা দিয়েছিল তারা নতুন ৫০ ও ২০ রুপির নোট ছাপাতে যাচ্ছে। শনিবার (১৯ আগস্ট) দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন নোটে থাকবে রিজার্ভ ব্যাংক গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষর।

নোটগুলো নতুন মহাত্মা গান্ধী সিরিজের আওতাভুক্ত হবে। এর বিশেষত্ব হলো হাম্পির রথ; যা নোটের পেছনে থাকছে। এর মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে। নোটের রঙ ফ্লুরোসেন্ট ব্লু।

আরও বিশেষত্বের মধ্যে রয়েছে, এতে ইংরেজি হরফে ‘আরবিআই’, দেবনগরী হরফে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ এবং ‘৫০’ শব্দ লেখা থাকবে। নোটের ডানদিকে থাকবে অশোক স্তম্ভ। থাকছে স্বচ্ছ ভারত লোগো ও স্লোগানও।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ