ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

জঙ্গি সংগঠন তালেবানকে সমর্থন দেওয়ার অভিযোগে পাকিস্তানকে কড়া সতর্ক বার্তা দিলো যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই সতর্ক বার্তা দিয়েছেন। তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি আফগানিস্তানের তালেবানদের পৃষ্ঠপোষকতা পাকিস্তান বন্ধ না করে তবে তাদের বিশেষ সুবিধা অচিরেই হ্রাস করে আনা হবে।

যদিও জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা কথা অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।

টিলারসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান বিষয়ক বক্তব্যের পরদিনই এমন মন্তব্য করলেন। ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূন্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা।

বর্তমানে সেখানে আট হাজার চারশ মার্কিন সেনা অবস্থান করছেন। এ সংখ্যা আরও বাড়াতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট (অন্তত চার হাজার বাড়তে পারে)।

যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন সময় নানা সহযোগিতা পেয়ে থাকে পাকিস্তান। যার মধ্যে নিয়মিত রয়েছে বিলিয়ন ডলারের সহায়তা।

রেক্স টিলারসন বলেন, এটা দেশটির অভ্যন্তরীণ ব্যাপার, তারা জঙ্গিবাদ দমনে কীভাবে পদক্ষেপ নেবে। তবে এটা স্পষ্ট হওয়া দরকার তারা আসলে জঙ্গিবাদ দমনে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে। কারণ অনেক জঙ্গি সংগঠনই  সে দেশে নিরাপদে অবস্থান নিয়েছে।

একটি স্থিতিশীল পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলোর জন্য গভীরভাবে চাওয়া বলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, তালেবানকে বুঝতে হবে যে তারা আফগান যুদ্ধক্ষেত্রে জিততে পারেনি।

জঙ্গি দমনে ট্রাম্প চান, আফগান সরকারের সঙ্গে কাজ একত্রে কাজ করতে।  ‘‘দুই দেশের এ নিয়ে প্রতিশ্রুতি আছে। যতোদূর অগ্রগতি হয় ততোদূর কাজ করবো আমরা,’’ বক্তব্য ট্রাম্পের।

বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।