ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে নৌকা ডুবে ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ব্রাজিলে নৌকা ডুবে ৭ জনের প্রাণহানি ব্রাজিলে নৌকা ডুবে ৭ জনের প্রাণহানি- সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের উত্তরে একটি নৌকা ডুবে কমপক্ষে ৭ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন।

বুধবার (২৩ আগস্ট) দেশটির পাবলিক সিকিউরিটি অফিস জানায়, ৭০ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনায় ২৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাকিরা এখনো নিখোঁজ।  

কর্তৃপক্ষ জানায়, নৌকাটি অ্যামাজনের ব্রাজিল অংশে জিনগু নদীতে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ডুবে যায়। তবে প্রাথমিক ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। সোমবার রাতে নৌকাটি ভিক্টোরিয়া দ্য জিনগুর উদ্দেশ্যে রওনা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৪,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।