ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জেনি-ডাস্টিনের পরিণয়ে তৃতীয়বার বাধ সাধলো ‘হার্ভে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
জেনি-ডাস্টিনের পরিণয়ে তৃতীয়বার বাধ সাধলো ‘হার্ভে’ জেনি-ডাস্টিন জুটি

জেনি সরারস-ডাস্টিন মরগান, টেক্সাসের এ জুটিকে তৃতীয়বারের মতো বিয়ের আনুষ্ঠানিকতা থেকে দূরে থাকতে হলো। কারণ টেক্সাস উপকূলে আঘাত হানা হারিকেন ‘হার্ভে’র ঝড় পরবর্তী বন্যা পরিস্থিতি!

তৃতীয়বারের মতো শনিবারও (২৬ আগস্ট) তাদের শুভ পরিণয়ে সব আনুষ্ঠানিকতা তুলে রাখতে হলো।  

জেনি সরারস জানান, নিজেদের মধ্যে পরিচয়ের এক বছর অতিবাহিতের পর ২০১৬ সালের এপ্রিলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

কিন্তু সেবার টেক্সাসের সাবিন নদীর তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করলে তাদের বিয়ের জন্য নির্ধারিত ভেন্যুটি ৬ ফুট পানিতে তলিয়ে যায়।

এক বছর বিরতি দিয়ে ২০১৭ সালে এপ্রিলে বিয়ের ফের দিনক্ষণ ঠিক করেন জেনি-ডাস্টিন জুটি। এখানেও ভেন্যু জটিলতায় তাদের অপেক্ষা বাড়ে। কারণ বিয়ের জন্য তারা সে ভেন্যুটি নির্ধারণ করেছিলেন তা তাদের বিয়ের নির্ধারিত দিনের মধ্যে কাজ শেষ করতে পারেনি।

এবার আর বছর নয়, চার মাস পিছিয়ে বিয়ের জন্য তৃতীয়বার দিনক্ষণ ঠিক করলেও তাতে বাধ সাধলো টেক্সাস উপকূলে আঘাত হানা ক্যাটাগরি-৪ হারিকেন ‘হার্ভে’। আর ঘূর্ণিঝড়টির ‘নিজস্ব’ পরিকল্পনায় এবারও বিয়ের আনুষ্ঠানিকতা থেকে দূরে থাকতে হচ্ছে জেনি-ডাস্টিনকে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।