ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডে মিনিবাস-লরি সংঘর্ষে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
ইংল্যান্ডে মিনিবাস-লরি সংঘর্ষে নিহত ৮ নিউপোর্ট প্যাগনেলের মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে

ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের বাকিংহামশায়ারে একটি মিনিবাস ও দু’টি লরির সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

শনিবার (২৬ আগস্ট) বাকিংহামশায়ারের নিউপোর্ট প্যাগনেলের ‘এম১’ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে। টেমস ভ্যালি পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাদ্যম জানায়, নিহত ওই ৮ জন এবং আহত ৪ জন মিনিবাসের যাত্রী। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সংঘর্ষের ফলে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন লরি চালককে আটক করা হয়েছে। তিনি মদ্যপ ছিলেন বলে মনে করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।