ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষণ মামলায় জেলেই থাকছেন ‘ধর্মগুরু’ রামপাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
ধর্ষণ মামলায় জেলেই থাকছেন ‘ধর্মগুরু’ রামপাল ছবি: সংগৃহীত

ঢাকা: ধর্ষণ মামলায় গুরুমিত রাম রহিমের ২০ বছরের সাজার পর স্বঘোষিত আরেক ধর্মগুরু রামপালকে দু’টি ফৌজদারি মামলা থেকে খালাস দিয়েছে হরিয়ানার আদালত। 

তবে তার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলার বিচারকাজ চলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে।  

মঙ্গলবার (২৯ আগস্ট) এ দুই মামলার রায় ঘোষণা করা হয়।

একদিন আগে দুই ভক্তকে ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমকে ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড দেন সিবিআইয়ের বিশেষ আদালত।  

সংঘাতের আশঙ্কায় হরিয়ানার রোহটাক কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে এ সাজা দেওয়া হয়।  

এর একদিন পরই একই রাজ্যে দুই ফৌজদারি মামলা থেকে খালাস দেওয়া হয় হরিয়ানার বারওয়ালা এলাকার সৎলোক আশ্রমের প্রধান রামপালকে।  

তার বিরুদ্ধে আনা সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া ছাড়াও অন্যায়ভাবে আটকের অভিযোগে দায়ের হওয়া মামলা দু’টি খারিজ করে দেন আদালত।  

রায় ঘোষণা পর রামপালের আইনজীবী এপি সিংহ বলেন, ‘এতে সত্যের জয় হয়েছে। ’ 

২০০৬ সালে তার বিরুদ্ধে মামলা দু’টি দায়ের করা হয়। ওই বছরই দুই গোষ্ঠীর মধ্যে অন্তঃকোন্দলের জেরে সংঘর্ষের ঘটনায় আশ্রম ছাড়তে হয় রামপালকে।  

ওই সময় সংঘর্ষে একজন নিহত হন। ওই মামলার তদন্তকালে রামপালকে আটক করা হয়। পরে তার মুক্তির দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভও করেছেন তার অনুসারীরা।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।