ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উ.কোরিয়ার ‘হাইড্রোজেন বোমা’ পরীক্ষা, চীনে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
উ.কোরিয়ার ‘হাইড্রোজেন বোমা’ পরীক্ষা, চীনে ভূমিকম্প ‘হাইড্রোজেন বোমা’ পরিদর্শনে কিম জং উন। ছবি: বিবিসি

ঢাকা: এবার একটি ‘হাইড্রোজেন বোমা’র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে দেশটি ছয়টি পারমাণবিক বোমা পরীক্ষা করেছে। হাইড্রোজেন বোমা পরীক্ষা ফলে উত্তর কোরিয়াসহ সীমান্ত সংলগ্ন চীনের কিছু এলাকাতে কৃতিম ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) দেশটির উত্তর পূর্বাঞ্চলের কিলজু এলাকায় ‘হাইড্রোজেন বোমা’র সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি পিয়ংইয়ংয়ের। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্র ছিলো ৬ দশমিক ৩। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়ার ‘হাইড্রোজেন বোমা’ পরীক্ষার কারণেই এ কৃত্রিম ভূকম্পন অনুভূত হয়েছে।

উত্তর কোরিয়ার এ পদক্ষেপের ফলে বড় মিত্র দেশ চীন এক বিবতিতে জানিয়ে, উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপ উপেক্ষা করেছে।

উত্তর কোরিয়ার ‘হাইড্রোজেন বোমা’র পরীক্ষায় নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া ও ভারত ।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।