ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাসায় ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
ভারতে বাসায় ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা গৌরী লঙ্কেশ

ভারতের প্রখ্যাত সাংবাদিক, সম্পাদক গৌরী লঙ্কেশকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাতে তিনি নিজ বাসায় খুন হন। লঙ্কেশ পত্রিকার সম্পাদক গৌরীকে তার বেঙ্গালুরুর রাজ রাজেশ্বরী নগরের বাসায় ঢুকে হত্যা করা হয়।

তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পুলিশ ধারণা করছে, হামলাকারী ছিলেন তিনজন। বাড়ির ভেতরে ঢুকে খুব কাছ থেকে পর পর তিনবার গুলি করা হয়। মাথায় ও পাঁজরে গুলি লাগে; ঘটনাস্থলেই তিনি পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।

গৌরী লঙ্কেশ কর্নাটকের বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেন। বরাবরই তিনি কট্টরবাদের তীব্র সমালোচক ছিলেন। সংবাদ প্রকাশের জেরে তার নামে মামলা এবং সাজাও হয়।

কে বা কারা তাকে হত্যা করলো তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। কন্নড় শিক্ষাবিদ, সাহিত্যিক এম এম কালবুর্গিকে ঠিক একইভাবে দেশটিতে খুন করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।