ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে মেক্সিকোতে প্রাণহানি বেড়ে ৯১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
ভূমিকম্পে মেক্সিকোতে প্রাণহানি বেড়ে ৯১ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি- সংগৃহীত

শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পে মেক্সিকোয় প্রাণহানি বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। এতে ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘর, গৃহহীন হয়েছেন হাজার হাজার বাসিন্দা, বন্ধ রয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ।

গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত ১২টার কিছু সময় আগে মেক্সিকোর দক্ষিণে ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট ব্যবধানেই বিভিন্ন এলাকা থেকে প্রাণহানির খবর আসতে শুরু করে।

সবশেষ যা ৯১ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ৭১ জনের প্রাণহানি হয়েছে অক্সাকা রাজ্যে, দ্বিতীয় সর্বোচ্চ পাশ্ববর্তী শিয়াপাসে ১৬ জন। বাকি চারজনের প্রাণহানি হয়েছে তাবাসকো রাজ্যে।

এর আগে ১৯৮৫ সালে দেশটিতে ৮.২ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণহানি হয় অন্তত ১০ হাজার মানুষের।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।