ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৭

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ফ্রান্সে ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৭ পুলিশের হাতে আটক হামলাকারী

ফ্রান্সের তুলুসি শহরে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিন পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তবে হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বলে জানা গেছে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলাকারী হঠাৎ পেছন থেকে পথচারীদের উপর ছুরি দিয়ে হামলা চালায়। এতে চারজন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে এলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আরো তিন পুলিশ সদস্য আহত হন।

এক প্রত্যক্ষদর্শী জানান, সে (হামলাকারী) আমাদের উপর হঠাৎ হামলে পড়ে। প্রথমে আমার ছেলেকে ধরে, পরে আমার মেয়েকে মারধর করে।

এদিকে সংবাদমাধ্যম বলছে, হামলাকারী মানসিক সমস্যা সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। কারণ চলতি বছরের প্রথমে তিনি মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

তবে হামলার কোনো মোটিভ রয়েছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।