ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে দুর্ঘটনায় ৪ জন নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
লন্ডনে দুর্ঘটনায় ৪ জন নিহত  ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডনে গ্লুজচেসটারশায়ারের কাছাকাছি মহাসড়কে দুর্ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) আড়াইটার দিকে ইংল্যান্ডের এম ফাইফ মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এম ফাইভ মোটরওয়েতে সারিবদ্ধভাবে চলার সময়ে এক সারি গাড়ি অন্য সারির গাকে ধাক্কা দেয়। এতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

 

অ্যাভন ও সমারসেট পুলিশ জানায়, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর যাতায়াতের সড়কটি দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে।  

তাই এই সড়কটি চলাচলে এড়িয়ে যাওয়ার কথা বলছে আইন-শৃঙ্খলা বাহিনী।  

এদিকে দুর্ঘটনার পর আলমন্ডসবারি ও এভনমাউথের মধ্যে ছয় মাইল জুড়ে যানজট দেখা দিয়েছে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।