ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জুন সিং আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জুন সিং আর নেই ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জুন সিং (সংগৃহীত)

ঢাকা: ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জুন সিং আর নেই। তার বয়স হয়েছিলো ৯৮ বছর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে অর্জুন সিংয়ের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

হৃদরোগ আক্রান্ত হয়ে দিল্লিতে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল অর্জন সিং।

গুরুতর অসুস্থ অর্জুন সিংকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তিনি অর্জুন সিংয়ের খোঁজ-খবর নেন এবং দ্রুত তার আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

তার মৃত্যুর পর এক টুইট বার্তায় অর্জুন সিংয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বিমান বাহিনীর মার্শাল হিসেবে তার ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। তিনি ছিলেন অন্যতম অফিসার, যাকে ফিল্ড মার্শাল সমান পাঁচ তারকা মর্যাদা দেওয়া হয়। ১৯৬৫ সালে ৪৫ বছর বয়সে তৎকালীন বিমান বাহিনীর চিফ হিসেবে ভারত-পাকিস্তান যুদ্ধে নেতৃত্বে দিয়ে ছিলেন তিনি । তিনি ১৯৬৯ সালে অবসরে যান।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।