ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপাল সীমান্তে মহাসড়ক চালু করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
নেপাল সীমান্তে মহাসড়ক চালু করলো চীন

ঢাকা: তিব্বত-নেপাল সীমান্তে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক চালু করলো চীন।

সামরিক এবং বাণিজ্যিক উভয় প্রয়োজনেই ব্যবহার করা যাবে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম।

এর মধ্য দিয়ে নেপালের সঙ্গে সরাসরি সংযোগের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।

অদূর ভবিষ্যতে নেপালের সঙ্গে এই রুটে রেল সংযোগও চালু করা হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির শাসনামলে হিমালয়ের কোলে অবস্থিত দেশটির কাছাকাছি আসে চীন।

সে সময় চীনের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে নেপাল।

এর পরপরই তিব্বত থেকে নেপাল পর্যন্ত সড়ক ও রেলপথ নির্মাণের তোড়জোর শুরু করে চীন। ইতোমধ্যেই নেপালের সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপন করেছে চীন। অচিরেই রেলপথেও তিব্বতের সঙ্গে নেপালকে সংযুক্ত করার পরিকল্পনা করছে চীন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।