ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে শিশুর জনপ্রিয় নামের তালিকায় মুহাম্মদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
ব্রিটেনে শিশুর জনপ্রিয় নামের তালিকায় মুহাম্মদ শিশু, (ফাইল ছবি)

‘নামে কিবা আসে যায়’ কথাটি যুক্তিযুক্ত হলেও, নামেও অনেক কিছুই আসে যায়। এটা মানতেই হবে! বিশেষ করে আধুনিক এই যুগে। তাই তো ব্রিটেনে নাম ও নামের জনপ্রিয়তা নিয়ে কত কথা!

দেশটিতে মেয়ে শিশুদের সব থেকে জনপ্রিয় নাম এখন অলিভিয়া। ১৬শ শতকের এই নামটি এমেলিয়া নামকে পেছনে ফেলে জনপ্রিয়তায় সবার উপরে জায়গা করে নিয়েছে।

জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) থেকে প্রাপ্ত তথ্যে এমনই জানা গেছে। আরও জানা যায়, শীর্ষ দশ ছেলে শিশুদের নামে মুসলিম নাম মুহাম্মদ তালিকার অষ্টমে রয়েছে।

ওএনএস জন্ম সনদ থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। লন্ডন এবং ওয়েস্ট মিডল্যান্ডসে মুহাম্মদ নামের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

এর আগে ২০১৪ সালে ব্রিটেনে শিশুদের নাম রাখার ক্ষেত্রে মুহাম্মদ নামটি জনপ্রিয়তার শীর্ষে ছিল। সেবার মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে প্রথমে ছিল সোফিয়া।

ছেলেদের সেরা ১০ নাম
১. অলিভার
২. হ্যারি
৩. জর্জ
৪. জ্যাক
৫. জ্যাকব
৬. নোয়া
৭. চার্লি
৮. মুহাম্মদ
৯. টমাস/থমাস
১০. অস্কার

মেয়েদের সেরা ১০ নাম
১. অলিভিয়া
২. এমেলিয়া
৩. এমিলি
৪. ইসলা
৫. এভা
৬. ইসাবেলা
৭. লিলি
৮. জেসিকা
৯. এলা/ইলা
১০. মিয়া 

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।