ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্কুলছাত্রকে যৌন হয়রানি, তরুণীর ৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
স্কুলছাত্রকে যৌন হয়রানি, তরুণীর ৬ বছরের কারাদণ্ড স্কুলছাত্রকে যৌন হয়রানি, তরুণীর ৬ বছরের কারাদণ্ড

ঢাকা: দুই স্কুলছাত্রকে বাড়িতে ডেকে মাদক সেবন করিয়ে যৌন হয়রানির দায়ে এক তরুণীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।

সারে’র ২২ বছর বয়সী এ তরুণীর নাম সফি হাইলি। ঘটনার তদন্তকারী বলেছেন, এ ঘটনা ওই স্কুলছাত্রের জীবনে ‘বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।



বাড়িতে ডেকে ১৬ বছরের কম বয়সী কিশোরের সামনে যৌনক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে ওই তরুণীর বিরুদ্ধে।

সারে পুলিশের এক মুখপাত্র জানান, চলতি বছরের মার্চ মাসের এ ঘটনা ‘চাইল্ড সেক্সুয়াল এক্সপোলেশন’ টিম ঘটনাটি উন্মোচিত করে। তারা নিশ্চিত করেন, হেইলি দুজন স্কুলগামী কিশোরকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাদের মদ ও মাদক সেবন করান। পরে তাদের যৌন কার্যকলাপে বাধ্য করেন, যা অন্যরা দেখে।

সারে পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে নির্যাতনের সব অভিযোগ চ্যালেঞ্জ করে এবং এমন কোনো ঘটনা ঘটলে তাদের কঠোরভাবে জানাতে অনুরোধ জানায়।

গোয়েন্দা কনস্টেবল জুলিয়া টমাস, যিনি তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বলেন, হেইলি একজন ছদ্মবেশী শিকারি। দীর্ঘদিন ধরে তিনি এ ধরনের অসুস্থ মানসিকতার কাজে জড়িত।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।