ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী শিশুরাই আকঁলো রাখাইনের নৃশংসতার চিত্র

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
শরণার্থী শিশুরাই আকঁলো রাখাইনের নৃশংসতার চিত্র শরণার্থী শিশুদের আঁকা ছবি

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্দয় নৃশংসতার শিকার ও প্রতক্ষ্যদর্শী রোহিঙ্গা শিশুরাই এঁকেছে তাদের সামনে ও জীবনে ঘটে যাওয়া সব হৃদয় ভাঙা চিত্র। যার অভিজ্ঞতা তারা মাস খানেকেরও কম সময়ে অর্জন করতে বাধ্য হয়েছে। আঁকিয়ে শিশুরা সবাই পরিবার হারিয়ে বর্তমানে আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

এদেরই একজন ১১ বছরের মঞ্জুর আলম একেঁছে তার গ্রাম মিয়ানমারের বলিবাজারে সে যে ভয়াবহ সহিংসতা দেখে এসেছে তার ছবি। এতে দেখা যাচ্ছে কয়েকজন নারী মাটিতে পড়ে আছেন, যাদের শরীর থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন।

আবার কয়েকজন দ্রুত পালানোর জন্য দৌড়াচ্ছেন কিন্তু তাদের দিকে মিয়ানমার সেনারা গুলি ছুড়ছে। এই শিশু তার অন্য একটি ছবিতে একেঁছে সে দেশের সেনাবাহিনীর হেলিকপ্টার গানশিপ দিয়ে অসহায় গ্রামবাসীর ওপর আক্রমণের চিত্র।

শরণার্থী শিশুদের আঁকা ছবি১২ বছরের খুরশীদা একেঁছে তাদের বাড়ি পোড়ানোর দৃশ্য। যেখানে তার সদ্য জন্ম নেওয়া বোনটিকে সে হারিয়েছিলো।

দ্য ডিস্টার্বি ড্রয়িংয়ে দেখা যাচ্ছে গ্রামের সবাই জীবন বাচাঁতে যে যেদিকে পারছে দৌড়াচ্ছে।

১৩ বছরের নুরুল হক একেঁছেন এক সেনা তার প্রতিবেশীর ৫ বছরের শিশুর গলা পা দিয়ে চেপে ধরে আছে।

এই ছবি আঁকিয়েরা তাদেরই অংশ, যে ২ লাখ ৩০ হাজার শিশু গত আগস্টের ২৫ তারিখ থেকে এখন পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। সেদেশের সেনাবাহিনী জঙ্গি দমনের নামে জাতিগত গণহত্যা বা যে এথনিক ক্লিনজিংয়ে নেমেছে, তাতে এই শিশুরা তাদের ঘর, পরিবার, পরিজন এবং বাবা-মাকে হারায়।  

শরণার্থী শিশুদের আঁকা ছবিজাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফ বলছে, এখন পর্যন্ত এমন ১৪শ শিশু তারা চিহ্নিত করতে পেরেছে যারা বাবা-মা বা অভিবাবক ছাড়াই বাংলাদেশে এসে পৌঁছেছে। হয়তো এদের বাবা-মা আগেই সেনা অভিযান বা বৌদ্ধ জঙ্গিদের হামলায় এদের সামনেই মারা গেছে অথবা আসার সময় পথে হারিয়ে গেছে। এরইমধ্যে এদের মধ্যে নানা ধরনের মানসিক অসুস্থতা বা ট্রমা দেখা দিয়েছে।

শরণার্থী শিশুদের আঁকা ছবিইউনিসেফ বলছে, এখন দ্রুত সময়ের মধ্যে এই শিশুদের সাহায্য প্রয়োজন। জীবন বাঁচাতে বাংলাদেশে আসা ৪ লাখ ২০ হাজার শরণার্থীর মধ্যে কম হলেও ৬০ শতাংশ শিশু। সংস্থাটি বলছে, তারা এই বিপুল সংখ্যক শিশুর মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে এরইমধ্যে কাউন্সিলিং, ছবি আঁকানো, খেলার মাধ্যমে ব্যস্ত রাখার উদ্যোগ নিয়েছে।

ইউনিসেফের কর্মকর্তা ফাতেমা খায়রুন নাহার বলেন, এসব শিশুর জন্য এরইমধ্যে ক্যাম্পগুলোতে শিশুবান্ধব পরিবেশ তৈরিতে সাহায্যকারী সংস্থাগুলোকে অনুরোধ করা হয়েছে।  

শরণার্থী শিশুদের আঁকা ছবিমিয়ানমারের রাখাইন রাজ্যে ১১ লাখ রোহিঙ্গা বসবাস করে। যাদের নাগরিকত্ব নেই এবং যারা যুগের পর যুগ ধরে অমানবিক জীবনযাপন করে থাকে। আগস্টের ২৪ তারিখে আরাকান স্যালভেশন আর্মি বা আরসা ২৫টি সেনা চৌকি এবং পুলিশ ক্যাম্পে আক্রমণ করলে, সেদেশের সেনাবাহিনীর চালানো অভিযানে এখন পর্যন্ত সাড়ে চার লাখ শরণার্থী বাংলাদেশে এসেছে বলে মনে করে জাতিসংঘ।

রোহিঙ্গা শিশুদের আঁকা এ ছবিগুলো ক্যাপশনসহ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।